সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জুম অ্যাপে আলোচনা

শরীয়তপুরে কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জুম অ্যাপে আলোচনা

“নো মাস্ক, নো সার্ভিস” এ প্রতিপাদকে সামনে রেখে শরীয়তপুর জেলায় কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলা, নদী ভাঙ্গন, দূর্যোগ মোকাবেলা, বাজার মূল্য, ধান কাটা এবং ধান সংগ্রহ বিষয়ে জুম অ্যাপ এর মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৩ নভেম্বর বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা-উপজেলার সকল দপ্তর প্রধানদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় জুম অ্যাপ এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং কোভিড-১৯ মোকাবেলায় শরীয়তপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিছুর রহমান।

জেলা প্রশাসক মো: পারভেজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ আল-মুরাদ, জেলা কৃষি কর্মকর্তা মো: আমির হামজা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দেসহ জেলা খাদ্য কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়া জুম অ্যাপ এর মাধ্যমে ০৬(ছয়) উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

আলোচনা সভায় যে যেই দপ্তরের কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছে, তাদের অবশ্যই কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সজাগ ও সচেষ্ট থাকতে হবে। সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া কোন দপ্তরে প্রবেশ করতে পারবে না। সামাজিক দূরত্ব মেনে মিটিং করতে হবে। জনগণের খাদ্য সংকট নিরসনে কৃষি ও খাদ্য অধিদপ্তরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সকল ক্ষেত্রে দপ্তর প্রধানগণ জনপ্রতিনিধিদের নিয়ে সমন্বয় করে দ্বিতীয় ঢেউ কোভিড-১৯ মোকাবেলা করতে হবে।


error: Content is protected !!