
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবেন।
সকাল ৯টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে প্রথমে শরীয়তপুর জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শণ করবেন তিনি। এরপর রিজার্ভ অফিস বার্ষিক পরির্দশণ করবেন। বেলা ১১ টায় পুলিশ লাউন্সে বেদে সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করবেন ডিআইজি হাবিবুর রহমান।
এরপর বিকাল ৩ টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের শরীয়তপুর জেলায় আগমনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |