মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে বিডি. ক্লিন এর উদ্যোগে সচেতনতার জন্য মাস্ক বিতরণ

শরীয়তপুরে বিডি. ক্লিন এর উদ্যোগে সচেতনতার জন্য মাস্ক বিতরণ

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার সময় শরীয়তপুর সদর বাসস্টান্ড বিডি ক্লিন শরীয়তপুর এর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পাশা-পাশি প্রতিটি বাস ছাড়ার আগে ও অন্যান্য যানবাহন এবং জনসাধারণের সবাইকে মাস্ক পড়ার সম্পর্কে সচেতন করেন এবং যারা দরিদ্র তাদের বিনা মূল্যে মাস্ক বিতারণ করেন বিডি. ক্লিন শরীয়তপুর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে নির্দেশ দিয়েছেন “নো মাক্স, নো সার্ভিস” “ঘড় গধংশ ঘড় ঝবৎারপব” তাই বিডি ক্লিন শরীয়তপুর বাস, ট্রাক, মটর সাইকেল, রিক্সা, ভ্যান, ইজি বাইক, সহ অন্যান্য যানবাহন থামিয়ে তাদের মাস্ক পরাতে অনুরোধ করেন।

এ সময় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান শেখ উপস্থিত থেকে বলেন, যখন সারা বাংলাদেশ লকডাউনে ছিলো তখন বিডি ক্লিন শরীয়তপুর অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিয়েছিলো। এছাড়াও বিডি ক্লিন বন্যার সময়েও সাধারন মানুষের পাশে ছিলো। করোনাভাইরাস মোকাবেলায় তাদের অনেক ভূমিকা আছে।

এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসা মাহাবুবুর রহমান শেখ। বিডি ক্লিন শরীয়তপুর জেলা শাখার সমন্বয়ক এ্যাডভোকেট মাসুদুর রহমান, আইডি মনিটর সোনিয়া আক্তার, জাজিরার উপ সমন্বয়ক এ.এম.সুমন, গোসাইরহাট এর প্রতিনিধি হাফিজ উদ্দিন, মাসুদ খান, ঋদিতা রহমান, ঈশিতা, সরোয়ার হোসেন, রাজ্জাক, নিরোব সহ বিডি ক্লিন শরীয়তপুর জেলা শাখার অর্ধশতাধিক সদস্য। এছাড়াও বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার ফ্রেন্ডস পালং এর সাধারণ সম্পাদক ওলিউর রহমান রাজু বাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলি কাজি উপস্থিত ছিলেন।


error: Content is protected !!