শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

শরীয়তপুরে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

শরীয়তপুরে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ই-নথি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা প্রশাসন। সোমবার ১৬ নভেম্বর বেলা ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ই-নথির অনেক গুরুত্ব রয়েছে। আমরা একযোগে ই-নথির ব্যবহার শুরু করতে পারব না। ১০ টি ই-নথি তৈরী করতে হলে প্রথমে আমরা ৩ টির কার্যক্রম শেষ করব। পরবর্তীতে ৭ টি এমনিভাবে ১০ টির কার্যক্রম সমাপ্ত করব। ই-নথির অনেক গুরুত্ব রয়েছে। ই-নথির কার্যক্রম শুরু হলে জনসাধারণকে আর অফিসে আসতে হবে না। ই-সেবার মাধমে জনসাধারণ সকল সেবা পেয়ে যাবে। অফিসগুলো থাকবে জনশূণ্য। তাই আপনাদের মনযোগ সহকারে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।


error: Content is protected !!