সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কর্নেল (অবঃ) শওকত আলীর সমাধিতে পিকেএসএফের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কর্নেল (অবঃ) শওকত আলীর সমাধিতে পিকেএসএফের শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাব সেক্টর কমান্ডার, ৬ বারের সাবেক সংসদ সদস্য, আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী, নুসার প্রতিষ্ঠাতা, জাতীয় বীর কর্নেল (অবঃ) শওকত আলী এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ উপ মহাব্যবস্থাপক মির্জা মুহাঃ নাজমুল হক, পিকেএসএফ কার্যক্রম ব্যবস্থাপক সামছুল হুদা, এসডিএস প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান ও পিকেএসএফ এর সহযোগী সংগঠন নুসা ও এসডিএস এর কর্মকর্তাবৃন্দ।

এ সময় কর্মকর্তাগণ কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এর পরে দোয়া ও মোনাজাত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দোয়া ও মোনাজাত শেষে কর্মকর্তাগণ মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন ও সমবেদনা প্রকাশ করেন।


error: Content is protected !!