
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাব সেক্টর কমান্ডার, ৬ বারের সাবেক সংসদ সদস্য, আগড়তলা ষড়যন্ত্র মামলার আসামী, নুসার প্রতিষ্ঠাতা, জাতীয় বীর কর্নেল (অবঃ) শওকত আলী এর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) কর্মকর্তাগণ।
এ সময় উপস্থিত ছিলেন পিকেএসএফ উপ মহাব্যবস্থাপক মির্জা মুহাঃ নাজমুল হক, পিকেএসএফ কার্যক্রম ব্যবস্থাপক সামছুল হুদা, এসডিএস প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান ও পিকেএসএফ এর সহযোগী সংগঠন নুসা ও এসডিএস এর কর্মকর্তাবৃন্দ।
এ সময় কর্মকর্তাগণ কবরের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এর পরে দোয়া ও মোনাজাত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া ও মোনাজাত শেষে কর্মকর্তাগণ মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন ও সমবেদনা প্রকাশ করেন।