
শরীয়তপুর জেলা পুলিশের অক্টোবর/২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর ১২ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার সকল প্রকার অপরাধ নিবারন ও করোনা ভাইরাস প্রতিরোধসহ জেলা পুলিশের সকল অফিসার-ফোর্সের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার (পিপিএম), ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবিএম রশীদুল বারী, পুলিশ সুপারের কার্যালয় অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, জেলা বিশেষ শাখা ডিআইও-২ কামরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শরীয়তপুর জেলা পুলিশের অক্টোবর-২০২০ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যানে সর্বমোট রুজুকৃত মামলা- ৩৪ টি, সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা- ৩২৬ জন, সর্বমোট যানবাহনের মামলা- ২০৮, সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ২ লক্ষ ৯২ হাজার ৩’শ টাকা এবং সর্বমোট- ১ হাজার ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০ গ্রাম গাজা ও ৩ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |