
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল প্রতিনিধিদের নিয়ে শুক্রবার ২৭ নভেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ ভেদরগঞ্জ উপজেলা শাখার এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার তোফাজ্জল হোসেন মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে ও ভেদরগঞ্জ পৌরসভা মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।