Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শরীয়তপুরে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার
শরীয়তপুরে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

শরীয়তপুরে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) শরীয়তপুর জেলার সখিপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে সখিপুর থানাধীন চর পাইয়াতলী সাকিনস্থ জনৈক মনির হোসেন বেপারীর বাড়ীর পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাওছার মিয়া(৩৫), মহসীন রাড়ী ওরফে সুমন রাড়ী(২৭) ও মোঃ সিরাজ মোল্লা(৩৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন ডিএমখালি মুসলমান কান্দী গ্রামের মৃত আব্দুল শুকুর মুসলমানের ছেলে কাওছার মিয়া, চর পাইয়াতলী রাড়ী কান্দী গ্রামের মৃত হাজী জাবেদ আলী রাড়ীর ছেলে মহসীন রাড়ী ওরফে সুমন রাড়ী ও একই গ্রামের মৃত জামাল মোল্লার ছেলে মোঃ সিরাজ মোল্লা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সখিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।