
জাতীয় সমাজসেবা দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে শরীয়তপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ক্ষুধা দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই শ্লোগানে শনিবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অঃদাঃ) ফয়জুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সৈয়দা শাহিনূর নাজিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার।
এছাড়া প্রতিবন্ধী মো. নাঈম ইসলাম ও আব্দুল মালেক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে জেলার ১৫ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা ও ১৩ জনকে ৫ লাখ ১০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ প্রদান এবং চারজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার ও সাতজন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |