সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর পৌরসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন আওয়ামী সমর্থিত জেলা আইনজীবীগণ

শরীয়তপুর পৌরসভায় নৌকার পক্ষে ভোট চাইলেন আওয়ামী সমর্থিত জেলা আইনজীবীগণ

“আইনজীবিদের সালাম নিন, নৌকা মার্কায় দিন”-এ শ্লোগাণকে সামনে রেখে একটি মিছিল ও গণসংযোগের মাধ্যমে শরীয়তপুর পৌরসভায় নৌকার প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন-এর পক্ষে ভোট চাইলেন আওয়ামী সমর্থিত জেলা আইনজীবীর সদস্যগণ।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে মিছিল ও গণসংযোগটি শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে বের হয়ে পৌরসভার বিভিন্ন স্থান কোর্ট চত্বর, হাসপাতাল রোড, চৌরঙ্গী মোড়, ডাকবাংলা, পালং বাজার ও উত্তর বাজার হয়ে মেইন সড়ক অতিক্রম করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয় এবং শরীয়তপুর জেলার সকল পৌরসভায় আওয়ামী সমর্থিত আইনজীবীদের পক্ষ থেকে নির্বাচনী গণসংযোগের বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন।

এ সময় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট মির্জা হযরত আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ: জাব্বার মিয়া, এডভোকেট রাশেদুল হাসান মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, এডভোকেট সাইদুর রহমান সাইদ, এডভোকেট আবু হানিফ, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট শাহাবুদ্দিন উজ্জ্বল মিয়া, এডভোকেট মুরাদ হোসেন মুন্সী, এডভোকেট শামসুজ্জামান সেকান্দার, এডভোকেট মোয়াজ্জেম, এডভোকেট কবির হোসেন, এডভোকেট রাজু, এডভোকেট আবুল কাশেম সরদার ও এডভোকেট বজলুর রহমান প্রমূখ।


error: Content is protected !!