
শরীয়তপুর ভেদরগঞ্জে মা মাটি দেশ একাডেমির ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বুধবার (০৬ জানুয়ারি) নিজস্ব কার্যালয়ে রাত ৯ টায় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
মা মাটি দেশ একাডেমির সংগঠনের সভাপতি আবুল হাশেম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র হাজী আব্দুল মান্নান হাওলাদার।
এ সময় প্রধান অতিথি বলেন, মা মাটি দেশ একাডেমি একটি সাংস্কৃতিক বলয়ের মধ্যে অবস্থান করছে। সেখানে একটি গ্রন্থ প্রাঙ্গণ থাকা দরকার। সবাই যেন এখানে এসে বই পায়। এটি অত্যাবশ্যকীয়। এখানে একটি বইয়ের প্রাঙ্গণ গড়ে তোলা যেতে পারে। আবশ্যক আরেকটি বিষয় হলো মুক্তি সংগ্রামের সংগ্রহশালা। আমাদের মুক্তি সংগ্রামের সকল উপাদান এখানে সংরক্ষিত থাকবে। যার যখন প্রয়োজন সেগুলো দেখবে এবং প্রয়োজনে গবেষণা করবে। এখানে জ্ঞানের চর্চা অব্যাহত রাখতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের হাওলাদার, মা মাটি দেশ একাডেমির উপদেষ্টা সাংবাদিক রাজিব হোসেন রাজন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি খোকন দাদাল, মা মাটি দেশ একাডেমির সাধারন সম্পাদকের আনোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |