শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সদর উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে নির্বাচনী সভা

শরীয়তপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সদর উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে নির্বাচনী সভা

আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সদর উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুর রব মুন্সী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর পৌরসভা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কমিটির জেলা সাধারণ সম্পাদক আল-মামুন মোল্যা।

“আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সদর উপজেলা কমিটির সভাপতি আ: সাত্তার খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন শাহ-লাভলু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জানেআলম মুন্সী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শেখ মুহাম্মদ মহসীন(স্বপন), সহ-সভাপতি এ্যাড. মীর শাহাবুদ্দিন উজ্জল, আইন ও হিসাব নিরীক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ ফেরদৌস কবির সিদ্দিকী। এছাড়া “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম তুষার, ডামুড্যা উপজেলার সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি আল-মামুন রিপন, সদর উপজেলা শাখার সহ-সভাপতি সোনিয়া শারমিন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মহসিন সরদার, ডামুড্যা উপজেলা তথ্য ও গবেষনা সম্পাদক আয়েশা আক্তার প্রমূখ।

এ সময় মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা সন্তান আছি, তাদের শুধু মিটিং আর মিছিলে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদের নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল ভোটারদের নিকট ভোট চাইতে হবে। এরপর তিনি উপস্থিত অন্যান্য উপজেলা মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের নিকট নৌকা মার্কার বিজয়ের জন্য দোয়া কামনা করেন।


error: Content is protected !!