
আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী পারভেজ রহমান জনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ১নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উত্তর পালং নামক স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এ পথসভায় শরীয়তপুর পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট পারভেজ রহমান জন শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নকল্পে ১নং ওয়ার্ডের ভোটারদের নিকট নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহবান জানান।
এ সময় পৌরসভা ১নং ওয়ার্ডের সভাপতি আ: রহমান কোতোয়ালের সভাপতিত্বে উপস্থিত থেকে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য আহবান জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু।
এছাড়া এ পথসভায় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |