
শরীয়তপুর পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছেন শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার রিটানিং কর্মকর্তা। শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা তিনটায় শরীয়তপুর পৌরসভায় নয়টি ওয়ার্ডে ১৮ টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতির ভোটিং মেশিন পাঠানো হয়েছে।
শরীয়তপুর পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৩৮৭৪৭ জন। এছাড়া প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোড পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। শরীয়তপুর পৌরসভা যেসব কেন্দ্রে ঝুঁকিপূর্ণ রয়েছে সেসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে বিজিবি ও র্যাব।