সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

শরীয়তপুরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৩২ টি দলের অংশগ্রহণে শরীয়তপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি২০ (টি-টোয়েন্টি) ক্রিকেট লিগ ২০২১। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১ টার সময় শরীয়তপুর স্টেডিয়ামে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ পারভেজ হাসান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাদবর প্রমূখ।

উদ্বোধনী খেলায় আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ও এইচডিএমএম-ঢাকা দল অংশগ্রহণ করে। খেলায় আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ১০০ রানে এইচডিএমএম-ঢাকা দলকে পরাজিত করে। এর আগে নির্ধারিত ২০ ওভারের খেলায় টসে জিতে আলহাজ্ব সুলতান হোসেন মিয়া ফাউন্ডেশন ২০ ওভারে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে এইচডিএমএম-ঢাকা ১১.৩ ওভার খেলে ৬৫ রানে সবক’টি উইকেট হারায়।

মাসব্যাপী এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৩২ টি দল ৪ টি গ্রুপে করে খেলবে।


error: Content is protected !!