Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে নাহিম রাজ্জাক এমপি

গোসাইরহাটে আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে নাহিম রাজ্জাক এমপি
গোসাইরহাটে আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে নাহিম রাজ্জাক এমপি

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে গোসাইরহাট উপজেলার ক্যাপ্টেন (অব:) মোহাম্মদ আরিফুজ্জামান (উজ্জল) কর্তৃক আয়োজিত আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১২ টায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব নাহিম রাজ্জাক এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আবুল খায়ের শেখ, সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ সাজাহান, খেলা পরিচালনা কমিটির সভাপতি ক্যাপ্টেন(অবঃ) মোহাম্মদ আরিফুজ্জামান (উজ্জল), মোঃ মাইনুদ্দিন পেয়াদা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ৮৬ রানে পট্টি সুপার কিং ক্রিড়া দলকে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার তুলে দেন নাহিম রাজ্জাক এমপি সহ অতিথিবৃন্দরা।

উল্লেখ্য, মুজিব শতবার্ষিকী উপলক্ষে আধুনিক শরীয়তপুরের রুপকার আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে গোসাইরহাট উপজেলার বিভিন্্ন স্থান হতে ২০ টি দলের অংশগ্রহণে দেশের বিভিন্ন স্থানের খেলোয়াররা আসেন।