
শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার নাদিম মার্কেট সংলগ্ন আধুনিক ডিজিটাল মটো গ্যালারি শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ১০ টায় দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে মটো গ্যালারিটি উদ্বোধন করা হয়।
এখানে আধুনিক পদ্ধতিতে মটরসাইকেল ফোম ওয়াশ, সার্ভিসিং, ইঞ্জিন ওয়ার্ক করা হবে। এছাড়া হেলমেট সহ মটরবাইকের আনুসাঙ্গিক যাবতীয় মালামাল, অরিজিনাল অতিরিক্ত পার্স এবং ইঞ্জিনের তেল পাওয়া যাবে।
মটো গ্যালারির স্বত্ত্বাধিকারী মেহেদী হাসান রনি তালুকদার এ বিষয়ে বলেন, আমি দেখেছি শরীয়তপুর-মাদারীপুর অঞ্চলে অনেক বাইকার রয়েছে। তাদের কথা চিন্তা করে মরটসাইকেল ইন্ডাস্ট্রি নিয়ে আমি ব্যতিক্রম কিছু করার চিন্তা করেছি। এরই অংশ হিসেবে আমি শরীয়তপুরে মটো গ্যালারি প্রতিষ্ঠিত করেছি। গ্রাহকরা এখানে সবকিছু স্পেশাল ভাবে পাবেন। বর্তমান যুগ আধুনিক ডিজিটাল যুগ। তাই আমি সবকিছু ডিজিটালভাবে করার চিন্তা ভাবনা করেছি। এখানে প্রতিটা বাইকের কাজ করা হবে ডিজিটাল পদ্ধতিতে। শুধু চোখের দেখায় এখানে কোন সিদ্ধান্ত নেয়া হবে না। প্রথমে কম্পিটারের মাধ্যমে বাইকটিকে স্ক্যানিং করা হবে। কম্পিউটার আমাকে বলে দেবে, বাইকের কি সমস্যা হয়েছে। সে অনুযায়ী আমার অভিজ্ঞ টেকনিশিয়ানরা কাজ করবেন। এখানে ফোম ওয়াশের ব্যবস্থা করা হয়েছে। র্য্যমের মাধ্যমে বাইকটিকে উঠানো-নামানো হবে। জার্মানি থেকে বিভিন্ন প্রকার টুলস আমদানী করা হয়েছে। এটি একটি আধুনিক মডেল ওয়ার্কশপ। ইন্ডিয়াত সহ উন্নত দেশের আধুনিক ওয়ার্কশপে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় আমাদের এখানেও তা ব্যবহার করা হবে। বাইক সার্ভিসিং করার জন্য বিভিন্ন টুলস ও পার্স দরকার হয়। ইয়ামাহা, সুজুকি, বাজাজ, হোন্ডা, টিভিএস, হিরো কোম্পানি সহ সমস্ত পার্স ইন্ডিয়া থেকে এখানে সরাসরি আমদানি করা হবে। বাইকরাইডার ভাইদের কাছে খুচরা এবং পাইকারী বিক্রি করা হবে। এখানে বিভিন্ন ধরনের উন্নত মানের হেলমেট পাওয়া যাবে। ইন্ডিয়া থেকে অভিজ্ঞ টেকনিশিয়ান আনা হয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এখানে সার্বক্ষনিক সার্ভিস দেওয়া হবে। এখানে গ্রাহকদের অনেক সুযোগ সুবিধা থাকবে। অন্যান্য ওয়ার্কশপ থেকে এখানে আমরা সর্বনিম্ন খরচে সার্ভিস দিয়ে থাকবো এবং সর্বনিম্ন রেটে মালামাল বিক্রি করা হবে। তাই বাইকার ভাইদের আমদের মটো গ্যালারিতে স্বাগতম।
#