Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে পৌরসভা নির্বাচনে ২টিতে বিদ্রোহী, ১টিতে আ’লীগ জয়ী

শরীয়তপুরে পৌরসভা নির্বাচনে ২টিতে বিদ্রোহী, ১টিতে আ’লীগ জয়ী
শরীয়তপুরে পৌরসভা নির্বাচনে ২টিতে বিদ্রোহী, ১টিতে আ’লীগ জয়ী

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। নড়িয়াতে আওয়ামী লীগ জয়লাভ করেছেন।
শনিবার (৩০ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ তিন পৌরসভায় শান্তিপূর্ন ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষনা করেন।
রাত ৮টায় ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ফল ঘোষনা করেন।

এ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাশার চোকদার জগ প্রতীকে ৩৮৮৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদার নৌকা প্রতিকে পেয়েছেন ২৩২৭ ভোট। গত বুধবার (২৭ জানুয়ারী) আবুল বাশারকে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদ থেকে বহিষ্কার ঘোষনা করে জেলা আওয়ামী লীগ। এছাড়া এ পৌরসভায় বিএনপি মনোনিত বিএম মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাত ৯টার দিকে জাজিরা ও নড়িয়া পৌরসভার ফল ঘোষনা করেন এ দুই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।

জাজিরা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্রিস মাদবর মোবাইল প্রতীকে ৬৬০৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল হক কবিরাজ নৌকা প্রতিকে পেয়েছেন ৫৭৭৪ ভোট। এ পৌরসভায় আ’লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক মেয়র আবুল খায়ের ফকির। তিনি জগ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া এ পৌরসভায় বিএনপির মাজহারুল ইসলাম রনি ধানের শীষ এবং ইসলামী আন্দোলনের সেকান্দার আলী ফকির হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ১২৩৭৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী সৈয়দ রিন্টু ধান শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৬ ভোট।
এ তিন পৌরসভা নির্বাচনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।