Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সিকদার গ্রুপ-এর চেয়ারম্যান শরীয়তপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আর নেই

সিকদার গ্রুপ-এর চেয়ারম্যান শরীয়তপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আর নেই
সিকদার গ্রুপ-এর চেয়ারম্যান শরীয়তপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার আর নেই

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো। আর শরীয়তপুরের মানুষসহ অনেকে হারালো একজন প্রকৃত অভিভাবককে।

তাঁর মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রীসহ সকল মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোকবার্তা প্রেরণ করেছেন।

জয়নুল হক সিকদার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একজন দূরন্ত সৈনিক। তিনি লক্ষ লক্ষ মানুষের ক্ষুধা নিবারনকারী ছিলেন। তিনি এমন একজন ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন তার জীবনী থেকে অনেক শিক্ষণীয় আছে। তিনি শরীয়তপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি পারভীন হক সিকদারসহ ৫ ছেলে ৩ মেয়ে ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।