
শরীয়তপুর জেলার সরকারী/বেসরকারী কলেজ এবং স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় শরীয়তপুর সরকারী কলেজ প্রাঙ্গণে করোনা পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান চালুকরণ বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল ঢাকা’র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান সহ জেলার বিভিন্ন সরকারী/বেসরকারী কলেজ এবং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।