Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

ভেদরগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান
ভেদরগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

শরীয়তপুরের ভেদরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত ও ভেদরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ-শরীয়তপুর মেইন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কে চলাচল নিষিদ্ধ ট্রলি, নসিমন-করিমন সহ প্রায় ১৬ টি অবৈধ যানবাহনকে সড়ক পরিবহন ২০১৮ আইনে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজেস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বলেন, এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।