Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মান্নান হাওলাদার

ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মান্নান হাওলাদার
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মান্নান হাওলাদার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মান্নান হাওলাদার। ১৫ ফেব্রুয়ারী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার ও সাধারণ সম্পাদক অনল কুমান দে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটিপত্র বুধবার (২৪ ফেব্রুয়ারি) হাতে পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মোড়ল।

জানা যায়, গত ৩০ জানুয়ারী ভেদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ওই নির্বাচনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারীকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর দলের উর্দ্ধতণ কর্তৃপক্ষের নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারকে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফজ্জল হোসেন মোড়ল জানান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকাদার ও সাধারণ সম্পাদক অনল কুমার দে স্বাক্ষরিত একটি পত্র কিছুক্ষণ আগে আমার হাতে পৌছেছে। ওই চিঠিতে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বেপারীকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়ে পৌর সভার মেয়র আব্দুল মান্নান হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।