
শরীয়তপুরে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনগণের মাঝে প্রচারমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ইকবাল হোসেন অপু এমপি এর নির্দেশনায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রচার করার জন্য সদর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে এ প্রচারমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু সহ সদর উপজেলা আওয়ামী লীগ, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।