
শরীয়তপুরে জিংক ধানের ভ্যালুচেইন এক্টরদের নিয়ে এসডিএস প্রধান কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ জুন) এসডিএস এর বাস্তবায়নে ও হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর অর্থায়নে শরীয়তপুর এসডিএস প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উদ্বোধনী ও সমাপনী বক্তব্য প্রদান করেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আমির হামজা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার মোঃ ইউছুফ হোসেন, শরীয়তপুর বিএডিসি সিনিয়র সহকারী পরিচালক জাকিয়া বেগম লিজা ও জেলা খাদ্য পরিদর্শক ইকবাল মাহমুদ।
এছাড়া হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আবু হানিফা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান, এসডিএস এমএফ পরিচালক বিএম কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২০ জন ধান ব্যবসায়ী, ১৩ জন লীড ফার্মার, ০৩ জন রাইছমিল মালিক, ০৩ জন চাল ব্যবসায়ী, ০৫ জন সীড ডিলার ও ০২ জন বীজ কোম্পানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |