
শরীয়তপুর বিসিক শিল্পনগরীতে পরিবেশ বান্ধব অটো ইট ও টাইলস তৈরীর কারখানা ‘শরীয়তপুর ইন্ডাস্ট্রিজ লিঃ’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টায় শরীয়তপুর বিসিক শিল্পনগরীতে ফিতা কেটে ‘শরীয়তপুর ইন্ডাস্ট্রিজ লিঃ’ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান ও নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী।
শরীয়তপুর ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান ডা. তানিনা খালেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন ও শরীয়তপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক চয়ন শিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীয়তপুর ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ইসলাম হাওলাদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও একাত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিসিক শিল্পনগরী মসজিদের ইমাম মো. ইসমাইল হোসেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সমাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার, সাবেক ছাত্রনেতা সোহাগ পাহাড় সহ বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানার মালিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |