
শরীয়তপুর জেলা পুলিশের কর্মতৎপরতায় থানায় মামলা রুজু হওয়ার মাত্র ২ ঘন্টা ২০ মিনিটের মধ্যে গরু চুরি মামলার আসামী গ্রেফতারপূর্বক তদন্ত শেষে কোর্টে চার্জশীট দাখিল করা হয়েছে।
পুলিশ সুত্রে প্রকাশ, মাদারীপুরের কালকিনি থানার মধ্যেরচর এলাকার ইদ্রিস আকনের বাড়ীথেকে গরু চুরির ঘটনায় পালং মডেল থানায় ৭ জুন অভিযোগ করেন ইদ্রিস আকনের স্ত্রী এসমোতারা বেগম।
পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশনামতে পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার হোসেনের তত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম. আতিক উল্লার নের্তৃত্বে এসআই ওয়ালিয়ুর রহমান সংগীয় ফোর্সসহ শরীয়তপুরে মনোহর বাজার গরুর হাটে গাভী বাছুরসহ গরুটি উদ্ধার করে আজিজ মালত (২৮) কে আটক করা হয়েছে। আসামী আজিজ মালত মাদারীপুরের কালকিনি এনায়েত নগর
হুমায়ুন মালতের পূত্র আজিজ মালত। গাভী সহ বাছুর মূল্য অনুমান ৪০ হাজার টাকা। পালং মডেল থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৬/২১খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১ পিসি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আখতার হোসেনে জানান, নিজের পালিত গাভী তাঁর নিজ বসত বাড়ীর গোয়াল ঘর হতে অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পরেও গাভী বাছুরটি খুঁজে না পেয়ে মাদারীপুর থেকে শরীয়তপুরে এসে পালং থানাধীন দক্ষিণ মধ্যপাড়া মনোহর বাজার গরুর হাটে গরুটি দেখতে পেয়ে পালং মডেল থানা পুলিশকে জানায় এবং পালং থানায় জানায়।
শরীয়তপুর পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান স্যারের নির্দেশে সকল মামলা দ্রুত সময়ে আদালতে চার্জশিট দেওয়ার চেষ্ট করা হয়।
থানায় মামলা রুজু হওয়ার মাত্র ২ ঘন্টা ২০ মিনিটের মধ্যে গরু চুরি মামলার আসামী গ্রেফতারপূর্বক তদন্ত শেষে কোর্টে চার্জশীট দাখিল করা হয়েছে।
#
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |