Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী

শরীয়তপুরে রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী

শরীয়তপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছাত্র বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজকর্মী রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর ৩৩ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

১৫ জুন মঙ্গলবার সকাল সারে ৮ টায় রথীন্দ্র ভবন, বালুচর এলাকায় কবির সমাধিতে পুষ্পমাল্য প্রদান করেন শরীয়তপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শিল্পকলা একাডেমী, উদীচি শরীয়তপুর, কালেক্টরেট হাই স্কুল, পালং খাল বাঁচাও আন্দোলন, রথীন্দ্র সাহিত্য পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা সহ অন্যান্য সংগঠন শ্রদ্ধা জানায় ।

পরে শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন, গান, রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা রথীন্দ্র সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন শ্যামসুন্দর দেবনাথ, ফনীন্দ্রনাথ রায়, এডভোকেট অমিত ঘটক চৌধুরী, দেব প্রসাদ সাহা প্রমূখ। শরীয়তপুরের কবি সাহিত্যিক ও স্থানীয় সুশীল সমাজের সর্বস্তরের মানুষজন কবিকে শ্রদ্ধা জানায় ।
#