Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

লকডাউন কার্যকরে দ্বিতীয় দিনের মতো ভেদরগঞ্জ পুলিশের অভিযান

লকডাউন কার্যকরে দ্বিতীয় দিনের মতো ভেদরগঞ্জ পুলিশের অভিযান
লকডাউন কার্যকরে দ্বিতীয় দিনের মতো ভেদরগঞ্জ পুলিশের অভিযান

করোনা দুর্যোগে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ২৯ জুন মঙ্গলবার সকাল থেকেই মাঠে অবস্থান নিয়েছে ভেদরগঞ্জ থানা পুলিশ। এসময় ভেদরগঞ্জ থানা অফিসার এস,আই বিপ্লব ও এস,আই মুস্তাফিজের নেতৃত্বে ভেদরগঞ্জ বাজার ও কাপড় পট্টি ও ভেদরগঞ্জ উপজেলার শহীদ মহিউদ্দিন সড়ক ও টেকের বাজার এলাকায় অভিযান চালিয়ে যানবাহন সরিয়ে দেন।

সে সময় পণ্য যেমন কাচামাল, ঔষধ ও খাবার হোটেল ব্যতিত সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এস,আই বিপ্লব ও এস,আই মুস্তাফিজ বলেন,কেউ যদি জরুরি প্রয়োজনে বের হন তাহলে অবশ্যই সীমিত সময়ের জন্য বের হবেন এবং সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। মাস্ক ব্যবহারের বিকল্প নেই। আরও বলেন,পার্শ্ববর্তী দেশে করোনার যে অবস্থা হয়েছে তা আমাদের দেশে দেখতে চাই না। সেখানকার অভিজ্ঞতা আমরা সবাই জানি। সে কারনে দেশবাসীকে অনুরোধ করব সবাই ঘরে থাকবে। বিনা প্রয়োজনে বেরোবেন না। বের হলে মাস্ক পরবেন এবং মাঠে আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে সহয়তা করবেন।