Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আমির হোসেন ছৈয়াল।

শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশাভোগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ছৈয়াল (৭০) করোনা উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। নিহতের ছেলে আমির হোসেন ছৈয়াল বলেন, আমার বাবা অনেকদিন জ্বরে ভুগেছে। বাসায় রেখেই তার চিকিৎসা করলে জ্বর ভাল হয়ে যায়। কিন্তু গত ৩দিন আগে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা খারাপ হলে (আজ) সোমবার ৫জুলাই সকাল ৭টার সময় তাকে সদর হাসপাতালে ভর্তি করি। সকাল ৯টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুমন কুমার পোদ্দার বলেন, আব্দুল মজিদ ছিয়ালকে জ্বর, সর্দি, কাশির উপসর্গসহ আজ সকাল ৭টায় ভর্তি করা হয়। সকাল ৯টার সময় সে মৃত্যু বরণ করে। আমার জানামতে সে করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি।

এদিকে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৫৬জন করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৪১ জন। সুস্থ হয়েছে মোট ২২৩৫ জন।