Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শরীয়তপুরে অটো শ্রমিকদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শরীয়তপুরে অটো শ্রমিকদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অটো শ্রমিকদের মাঝে বিতরণ করেছেন শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক পারভেজ হাসান।

৩১ জুলাই শনিবার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আম্রকাননে বেলা ১১টায় ১’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য তালিকার মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, লবণ ও আলু।

এসময় উপস্থিত অটো শ্রমিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, এই কঠোর লকডাউনে আপনারা এখনও যাত্রী পরিবহন করছেন, আমরা রাস্তায় নামলে আপনারা গোপনে চলে যান, তখন রাস্তা ফাঁকা হয়ে যায়, আবার আমরা চলে গেলে আপনারা রাস্তায় নেমে পড়েন। করোনার প্রথম থেকেই আমরা আপনাদেরকে সরকারি সহায়তা দিয়ে আসছি। আপনারা একবারও ভাববেন না যে, পরিবার আপনাদের থেকে কতটুকু নিরাপদ রয়েছে? ঢাকা বিভাগের মধ্যে শরীয়তপুরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি। আপনারা সবাই সাবধান হোন।

এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মনদীপ ঘরাই, নেজারত ডেপুটি কালেক্টর মো: পারভেজ ও অটো মালিক সমিতির সভাপতি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসেবার এই ধারা শরীয়তপুরের সকল উপজেলায় কার্যকরভাবে ৯৯৯ চালু আছে এবং এই ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা লাভের জন্য কল করুন ৩৩৩ নাম্বারে।