
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ডাকাত দলের ছুরিকাঘাতে স্থানীয় জাহাঙ্গীর মৃধা(৪০) গুরুতর আহত হয়েছে। ডাকাত দলের ৪(চার) সদস্যকে আটক করেছে এলাকাবাসী। আহতকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময় মৃধা কান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ডাকাতদলের ৪(চার) জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। আটকদের মধ্য একজন চাঁদপুর পুরান বাজারের বাসিন্দা মন্টু মিঝির ছেলে সুজন মিঝি, লতিফ মোল্লার ছেলে মো. এরশাদ মোল্লা, মানু মোল্লার ছেলে মনসুর আহমেদ,লতিফ মোল্লার মেয়ে শাহনাজ বেগম এরা সবাই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে মৃধাবাড়ি কবরস্থানের সামনে ১০ থেকে ১২ জন ডাকাতি করার চুক্তি করছিলো। তখন জাহাঙ্গীর নামে একজন ডাকাতদের কথা শুনে ফেলে। তখন ডাকাতদলের একজন এসে জাহাঙ্গীরের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মারাত্মক জখম হয় জাহাঙ্গীর। এলাকাবাসী খবর পেয়ে ডাকাতদলের ৪ জনকে আটক করে চেয়ারম্যান ইউনুছ সরকারের অফিসে তার হেফাজতে তুলে দেয়। পরে সকালে পুলিশ এসে ঐ ৪(চার) জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ তিনটি ধারালো তলোয়ার উদ্ধার করা হয়। ডাকাতদের নামে অস্ত্র এবং ডাকাতির দুইটি মামলা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |