
শরীয়তপুর জেলা শহরের সড়কের পাশে পরে থাকা মোবাইলটি কুড়িয়ে নিয়ে মালিকের হাতে তুলে দিলেন শরীয়তপুর জেলার পুলিশ।
মোঃ ইকবাল হেসেন একজন পুলিশ সদস্য হিসেবে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে মিডিয়া সেলে কর্মরত আছেন। গত ৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে শরীয়তপুর সদরের বাঘিয়া এলাকা হয়ে প্রেমতলা নামক স্থানে মোটর সাইকেলে যাচ্ছিলেন। পথি মধ্যে বাঘিয়া এলাকায় সড়কের পাশে একটি মোবাইল ফোন পরে থাকতে দেখে। মোবাইলটির মূল্য অনুমান প্রায় ২৫হাজার টাকা হলেও সৎ পুলিশ সদস্য মোঃ ইকবাল হেসেন লোভে পরেননি। মোবাইলটি উদ্ধার করে শরীয়তপুর জেলার পুলিশ সুপারকে অবগত করেন।
পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানের নির্দেশে হারিয়ে যাওয়া মোইলটির মালিককে খুজে সনাক্ত করে মোবাইলটি ফেরৎ দেওয়ার নির্দেশ দেন। হারিয়ে যাওয়ার বিষয় শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মোঃ বাবুল সরদারের ছেলে মোঃ তরিকুল ইসলামের মোবাইলটির মালিক নিশ্চিত হন জেলা পুলিশ।
গত ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান নিজ হাতে মোঃ তরিকুল ইসলামের হাতে মোবাইলটি তুলে দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |