Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মাওয়া-ভাঙ্গা রেলওয়ের কাজ প্রায় সম্পন্ন: রেলমন্ত্রী

মাওয়া-ভাঙ্গা রেলওয়ের কাজ প্রায় সম্পন্ন: রেলমন্ত্রী
মাওয়া-ভাঙ্গা রেলওয়ের কাজ প্রায় সম্পন্ন: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভাঙ্গা থেকে মুন্সীগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ের কাজ ৭১ শতাংশ সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন আমাদের পরিকল্পনা রয়েছে পদ্মাসেতুর সড়ক যোগাযোগের সাথেই রেল পথ খুলে দেওয়া।

কোনও কারণে সেটা বিলম্ভ হলে আগামী ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। তবে সেতুর সাথে সংযুক্ত সকল কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান। তিনি মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দুপুরে রেলযোগে মুন্সীগঞ্জ প্রান্তের লৌহজংয়ের কাজীর পাগলা থেকে জাজিরা পদ্মাসেতু পর্যন্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় রেলওয়ের বিভিন্ন বিভাগ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পদ্মা সেতুর নিচে রেলপথ বসানোর কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
#