Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পালং ভূমি অফিস প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন

পালং ভূমি অফিস প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন
পালং ভূমি অফিস প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে উদ্বোধন

পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে। এ লক্ষ্যে বুধবার ৮ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিয়ন ভূমি অফিস, ভূমি তথ্য ব্যাংক, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, উপজেলা এবং ভূমি ভবনের কার্যক্রম উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় পালং ইউনিয়ন ভূমি অফিসসহ শরীয়তপুরে ১১টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন হয়েছে।

পালং ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন অনুষ্ঠানে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতমা খাতুন, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী কেএম রেজাউল করিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক ব্যাপারী প্রমূখ।

উদ্বোধন শেষে সভাপতির বক্তব্যে ইউএনও মনদীপ ঘরাই বলেন, শরীয়তপুর জেলার ১১টি ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বড় বিষয়গুলো হলো রেকর্ডগুলো এই ভূমি অফিসে সংরক্ষিত থাকে। আগে জরাজীর্ণ রুমে রেকর্ডগুলো থাকতো, এখন ইউনিয়ন ভূমি অফিস নতুন ভবন হওয়ায় ঝর বৃষ্টিতে রেকর্ডগুলো নিরাপদে থাকবে। নতুন অফিস ও নিরাপদ ভবনে কর্মকর্তা-কর্মচারীদের কাজে উজ্জীবিত করে। যারা ভূমির সেবা নিতে আসবে তারাও নিরাপদে সেবা পাবে এইসব অফিসগুলোতে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।