Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

শরীয়তপুর স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ
শরীয়তপুর স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে জেলা প্রশাসকের চেক বিতরণ

শরীয়তপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০২০-২১ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শরীয়তপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) আবেদা আফসারী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ এমারত হোসেন মিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য এ্যাড রওশনারা।

এ সময় জাতীয় পর্যায়ে অনুষ্ঠান থেকে ভার্চূয়ালী যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে শরীয়তপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।