Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ
পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ

শরীয়তপুর সদর উপজেলার পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের কাছে পেয়ে শিক্ষকগণ উচ্ছ্বাসিত ও উদ্ভাসিত ।

“শিশুদের আনন্দক্ষণে আমরা হলাম অংশীদার” এই স্লোগানে পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রবিবার ১২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক মো: এমদাদুল হক উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতধুয়ে দিয়ে সুরক্ষায় মাস্ক পরিধান করে ক্লাস কক্ষে প্রবেশ করিয়েছেন।

শিক্ষকেদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক, আজিজুন নাহার, নাসিমা আক্তার, মাকসুদা বেগম, সেলিনা আক্তার, লিয়াকত আলী খান, খায়রুল বাসার, মো: রফিকুল ইসলাম, শাহে আলম, রুবিয়া আক্তার, রোমেনা আক্তার, রেশমা আক্তার, সাজেদা আক্তার, গোপাল চক্রবর্তী, হালিমা বেগম, সুরাইয়া আক্তার, সেলিম ঢালী, ফারজানা আক্তার কনিকা,স্বর্না আক্তার প্রমূখ। পঞ্চম ও তৃতীয় শ্রেণি অংশগ্রহন ছিল। গণিত, বাংলা, বাংলাদেশে ও বিশ্ব পরিচয়। মোট ৩টি বিষয়ে পাঠদান করা হয়।

 

এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী স্কুলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ প্রতিটি শ্রেণি কক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মো: এমদাদুল হক।
#