Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ভেদরগঞ্জে পানি বন্দি অসহায়দের খাদ্য সহায়তা বিতরণ করলেন ইউএনও

ভেদরগঞ্জে পানি বন্দি অসহায়দের খাদ্য সহায়তা বিতরণ করলেন ইউএনও
ভেদরগঞ্জে পানি বন্দি অসহায়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ছবি- দৈনিক রুদ্রবার্তা

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর গ্রামে বন্যা কবলিত ও প্লাবিত অসহায় মানুষের মাঝে সরকারি উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার ১২ আগস্ট বিকেল ৫টায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাঝের চর গ্রামের দেওয়ান বাজারে ১শ’ জন অসহায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তার চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।

নির্বাহী অফিসার বলেন, সরকারি ত্রাণ বিতরণ শুরু করেছি। আমার উপজেলার যে সকল এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে বাছাই করে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ দেয়া হচ্ছে।

ত্রাণ বিতরণকালে উপস্তিত ছিলেন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইউনুছ সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব মেহেদী হাসান সিপন সহ ইউপি সদস্যগণ।