Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক পারভেজ হাসান

শরীয়তপুরে আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে জেলা প্রশাসক পারভেজ হাসান
শরীয়তপুরে কোটাপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্পের প্রথম ধাপে নির্মিত গৃহে বসবাসরত আমেনা বেগমের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ছবি- দৈনিক রুদ্রবার্তা

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। সোমবার ১৩ সেপ্টেম্বর শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

কোটাপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্পের প্রথম ধাপে নির্মিত গৃহে বসবাসরতদের একজন আমেনা বেগম। জেলাপ্রশাসক এসময় আমেনা বেগমের সার্বিক খোঁজ খবর নেন এবং যেকোন প্রয়োজনে আমেনা বেগম জেলা প্রশাসন, শরীয়তপুরকে পাশে পাবে মর্মে আশ্বস্ত করেন। এসময় আমেনা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দুহাত তুলে দোয়া করেন।

পরবর্তীতে জেলা প্রশাসক আমেনা বেগমকে সংগে নিয়ে আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, স্থানীয় অধিবাসী ও উপকারভোগীরা।