Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

সরকারের লক্ষ হচ্ছে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা ও তা প্রয়োগ করা : সচিব আনিছুর রহমান

সরকারের লক্ষ হচ্ছে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা ও তা প্রয়োগ করা : সচিব আনিছুর রহমান
সরকারের লক্ষ হচ্ছে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা ও তা প্রয়োগ করা : সচিব আনিছুর রহমান

শরীয়তপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সাথে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এর সিনিয়র সচিব আনিছুর রহমান বলেছেন, করোনা প্রতিরোধে আমরা সম্মিলিত ভাবে অনেক কাজ করে আজকে অবস্থানে এসেছি। এখন আমাদের লক্ষ হচ্ছে প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা ও তা জনসাধারণের দেহে প্রয়োগ করা।

জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর দক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে আমাদের টিকা সমস্যা অনেকটা দূর হয়েছে। এখন সবাইকে প্রাপ্ত টিকা দিতে পারলে আল্লাহ রহমতে অনেকটা ঝুঁকিমুক্ত থাকবো।

তিনি ২৫ সেপ্টেম্বর শনিবার শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি সড়ক সংস্কার বিষয়টি উল্লেখ করে বলেন, ঢাকা-মাওয়া-কাঠাবাড়ি ও মনোহর বাজার-নরসিংহপুর সড়ক ৪ লেনে উন্নতি করার কাজ চলছে। কাজ চলমান থাকায় সড়কে চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। কাজ শেষ হলে আমাদের এ সমস্যা কেটে যাবে।
তিনি করোনাকালিন সময়ে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিশেষ করে স্বাস্থ্য বিভাগ সহ উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলেই করোনার দ্বিতীয় ঢেউকেও মোকাবেলা করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছি।

জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম আব্দুল্লাহ মুরাদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ শামীম হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাখাওয়াত হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ আবেদা আফসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা উল হুসনা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এসএম মিজানুর রহমান , শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।

এছাড়া ভার্চুয়ালীযুক্ত হয়ে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া, গোসাইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্যা ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা বিভাগ, জেলা আনসার ভিডিপি সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।