Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

প্রধানমন্ত্রী’র জন্মদিনে শরীয়তপুর জেলা পরিষদের ২০ হাজার ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ

প্রধানমন্ত্রী’র জন্মদিনে শরীয়তপুর জেলা পরিষদের ২০ হাজার ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ
প্রধানমন্ত্রী’র জন্মদিনে শরীয়তপুর জেলা পরিষদের ২০ হাজার ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ

শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে সবুজায়নের লক্ষ্যে ২০ হাজার ফলজ ও ভেজষ গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বেলা ১২ টায় আটং কানারবাজার সড়কের দুই পাশে শরীয়তপুর জেলা পরিষদের অর্থায়নে এই গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খােকা সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভাঃ) মোঃ শামীম হােসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুর হোসেন, জেলা পরিষদের প্যানেল মেয়র ১ কাইউম পাইক, জেলা পরিষদের প্যানেল মেয়র-২ আবুল মনসুর আজাদ শামিম খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল,হারুন-অর-রশিদ রাড়ি, আসমা আক্তার, হাবিবুন নাহার নিপা প্রমুখ।