
শরীয়তপুরের সন্তান যারা দেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়)-এ পড়ালেখা করেন তাদের সম্মাননা প্রদান করেছেন জেলা প্রশাসন। শাণিত শরীয়তপুর গড়ার লক্ষ্য নিয়ে শরীয়তপুরের “আমিই বাংলাদেশ” এমন স্লোগান নিয়ে জেলা প্রশাসক পারভেজ হাসানের উদ্যোগে এ সম্মাননা জানানে হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার ২৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত আমন্ত্রিত শিক্ষার্থীদের ফুল, উত্তোরীয়, সন্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। জেলা প্রশাসক শরীয়তপুর-৩ বছর মেয়াদী (২০২১-২০২৩) অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার অংশ হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।
জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, আপনারা প্রত্যেকেই এক একজন আগামীর বাংলাদেশ। আপনাদের ভবিষ্যৎ কর্মকান্ডই এগিয়ে নিয়ে যাবে আমাদের প্রিয় দেশকে। তাই অনুষ্ঠানের নামও ঠিক করেছি আমিই বাংলাদেশ। পড়াশুনা শেষে দেশের হাল আপনারাই ধরবেন। কেউ প্রশাসন ক্যাডারে, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু শেকড় ভুলে গেলে হবে না। নিজ জেলা আর দেশপ্রেম নিয়ে নিজেকে বিলিয়ে দিতে হবে দেশ গড়ার কাজে। তবেই আমরা গড়তে পারবো সোনার বাংলাদেশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |