
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবার গণশুনানী গ্রহণ করেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান । এদিন যে কোন সাধারণ মানুষ সরাসরি তাঁর সমস্যা নিয়ে জেলাপ্রশাসকের সাথে কথা বলার সুযোগ পান।
গত বুধবার শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী স্কুল ড্রেস পাওয়ার জন্য সরাসরি জেলাপ্রশাসক বরাবর আবেদন করেন। তাঁর অন্য কোন প্রয়োজন আছে কিনা জানতে চাইলে, সে বলেন, “আমার স্কুল ড্রেসই লাগবে”। জরুরি ভিত্তিতে একজন অফিসারকে বাজারে পাঠিয়ে মেয়েটির জন্য স্কুল ড্রেস তৈরি করা হয়।
রবিবার ০৩ অক্টোবর ২০২১ মেয়েটির হাতে নতুন স্কুল ড্রেস ও এক জোড়া কেডস উপহার দিলেন জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান। প্রতিটি শিশুর স্বপ্নের বাস্তবায়ন এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করাই এ মহতি উদ্যোগের লক্ষ্য।
সমাজের পিছিয়ে পড়া মানুষ যাতে প্রশাসনের সহায়তায় সামনে এগিয়ে আসতে পারে, সে লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলাপ্রশাসক ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |