
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ও বাংলাদেশ স্কাউট এর প্রধান জাতীয় কমিশনার, ড. মোঃ মোজাম্মেল হক খান শনিবার ২ অক্টোবর সন্ধ্যায় শরীয়তপুর জেলায় স্কাউটস নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন।
শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম আশরফুজ্জামান ও জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিরাজুর হক।
এ সময় বাংলাদেশ স্কাউট শরীয়তপুর জেলার কর্মকর্তাগণ ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পূর্বে ড. মোঃ মোজাম্মেল হক খান এর আগমন উপলক্ষে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ ছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |