Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

শরীয়তপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
শরীয়তপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ অক্টোবর বিকেল ৫টার দিকে জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার উদ্েযাগে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভা শেষে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী।

জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক আ: ওয়াদুদ সরদার-এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব মো: আলমগীর হাওলাদার, যুগ্ম-আহবায়ক আ: মান্নান মোল্যা, ইসাহাক হোসেন কানু ও শাহাদাত হোসেন সরকার। এছাড়া জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলা ও উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।