
শরীয়তপুরে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল করেছে শরীয়তপুর শরীয়তপুর জেলার আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে তার নিজস্ব কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ইকবাল হোসেন অপু বলেন, আমরা শেখ হাসিনার দয়ার বদৌলতে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ অনুমোদন পেতে যাচ্ছি। এ অনুমোদন পাওয়ায় আমরা শরীয়তপুরবাসী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞ। এরপর তিনি শরীয়তপুরে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নে ৩১৯ দশমিক ৩২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে শরীয়তপুরের নড়িয়া থেকে সদর উপজেলার আংগারিয়া ও মাদারীপুরের কালকিনি পর্যন্ত ৩০ কিলোমিটার কীর্তিনাশা নদীর দু’পাশে ১৫টি এলাকায় প্রায় ১২ কিলোমিটার জায়গা জুড়ে যে ভাঙ্গন অব্যাহত ছিল তা সমাধানে নতুন মাত্রা যোগ হচ্ছে এ অনুমোদনে। আওয়ামী লীগ সরকারে আসার শুরুতেই শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম নড়িয়ায় ৫০ বছরের নদী ভাঙ্গনরোধসহ শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ভাঙ্গনরোধে মেগা প্রকল্প গ্রহণ করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ এবং শেখ হাসিনার প্রতি আবারও কৃতজ্ঞ। একনেক সভায় ৩১৯ দশমিক ৩২ কোটি টাকা ব্যয়ে কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা প্রকল্পের অনুমোদন দেয়ায় ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মনে স্বস্তি ফিরবে। শরীয়তপুরের কীর্তিনাশা নদীর দু’পাশের ভাঙ্গন কবলিত এলাকার হাজারো মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান ইকবাল হোসেন অপু।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সহ-সম্পাদক মোজাফফর হোসেন জমাদ্দার, জেলা আওয়ামীলীগের সদস্য ও জজকোর্টের জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, সদর পৌরসভার প্যানেল মেয়র মো: বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন সরদারসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব্য মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |