Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডিএমখালী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ডিএমখালী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ডিএমখালী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালী ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় চর ভয়রা উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় শ্রমিকলীগ এর সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

অনুষ্ঠানের প্রথম পর্বে সম্মেলনের উদ্বোধন করেন থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদুল হক শাহান সরদার। পরে আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন থানা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক নুরুল হক মাল।

সম্মেলনে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি সদস্য শাহাদাত সরদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের উপদেষ্টা আহম্মদ উল্লাহ খান, সহ-সভাপতি আনোয়ার হোসেন বালা, নাসির আহমেদ সরদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ডি এম খালী ইউপির চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, সাংগঠনিক সম্পাদক নাহিদুল রহমান স্বপন সিকদার,সহ দপ্তর সম্পাদক মজিবর রহমান মজিব, সদস্য আলী আহম্মদ ভুঁইয়া,ডি এম খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জসিম মুন্সী, সাধারণ সম্পাদক ফারুক বেপারী, যুবলীগের সাধারণ সম্পাদক সরাফ উদ্দিন ঢালী, ছাত্রলীগের সভাপতি মান্নান গাজী প্রমুখ।

সস্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। আগামী তিন বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট ডি এম খালী ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন শ্রমিক নেতা আব্দুল মালেক গাজী ও সাধারন সম্পাদক পদে কামাল মাদবর।