Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবস উদযাপন।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবস উদযাপন।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে শেখ রাসেল দিবস উদযাপন।

গতকাল ১৮ অক্টোবর যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিলো শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পায়রা অবমুক্ত করার মাধ্যমে দিবসের শুভ সূচনা, শেখ রাসেলের ছবি সম্বলিত ফটোগ্যালারী উদ্বোধন, শিশু কিশোর সমাবেশ ও জন্মদিনের কেক কাটার আয়োজন।

দিন ব্যাপী এ আয়োজনে সভাপতিত্ব করেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান।

প্রধান অতিথি দীর্ঘ সময় দিয়ে সকল আয়োজনে অংশগ্রহন করেন। তিনি শিশু কিশোর সমাবেশে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, তোমাদের মাঝেই শেখ রাসেল বাস করেন। তোমরা বড় হওয়ার মাধ্যমে শেখ রাসেলের স্বপ্ন পূরণ করবে। সবশেষে তিনি শিশু কিশোরদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন।

ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের বলেন, তোমাদের মাঝেই আমরা শহীদ শেখ রাসেলের স্মৃতি গুলো খুঁজে ফিরি। তোমারা সাফল্য অর্জন করে শেখ রাসেলের স্বপ্ন পূরণ করবে। সবশেষে কলেজ অধ্যক্ষ শিশু কিশোরদের মধ্যে এ দিবস উদযাপনের অংশ হিসেবে খেলনা বিতরণ করেন।#