
শরীয়তপুরে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার ১৮ অক্টোবর বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বক্তব্যকালে জেলা প্রশাসক বলেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র। তিনি ছিলেন একজন শিশু এবং আজীবন তিনি শিশু হিসেবেই পরিচিত থাকবেন। কারন, শিশু বয়সেই বঙ্গবন্ধুর পরিবারের সাথে শিশুপুত্র রাসেলকেও ঘাতকরা হত্যা করেছিল। পরে তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে শেখ রাসেলের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে কাজ করার আহবান জানান এ জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা পুলিশ সুপার(সদর) তানভীর হায়দার শাওন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনির আহমেদ খান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শীক্ষার্থী উপস্থিত ছিলেন।
সবশেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায়(১৩-১৮বছর) অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |