
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নৌকার মাঝি আব্দুল হামিদ সাকিদার।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করায় মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা শরীয়তপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক একাধিকবার নির্বাচিত ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার।
এ সময় সদর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা নাদির সাকিদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা শেষে আব্দুল হামিদ সাকিদার সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সাথে কুশল বিনিময় করেন এবং তার খোঁজ খবর নেন।
এ বিষয়ে আব্দুল হামিদ সাকিদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নের স্রোতধারায় বিনোদপুর ইউনিয়নকে যুক্ত করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও আমাকে নৌকার মনোনয়ন দিয়েছে।
বিনোদনপুরে আমি যে উন্নয়নমূলক কাজ করেছি আশা করছি জনগন আবারও আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। আগামী ১১ নভেম্বর বিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে ইউনিয়নের সকল ভোটারদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন নৌকার মাঝি আব্দুল হামিদ সাকিদার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |