Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুর সদর উপজেলা ইউএনও’কে বেনামী চিঠি দিয়ে হুমকি ও অকথ‍্য ভাষা ব‍্যবহার

শরীয়তপুর সদর উপজেলা ইউএনও’কে বেনামী চিঠি দিয়ে হুমকি ও অকথ‍্য ভাষা ব‍্যবহার
শরীয়তপুর সদর উপজেলা ইউএনও’কে বেনামী চিঠি দিয়ে হুমকি ও অকথ‍্য ভাষা ব‍্যবহার

হাতে লেখা বেনামি চিঠিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইকে হুমকির পাশাপাশি অকথ্য ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

এ ধরনের দুইটি চিঠি পাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও। এর আগে এদিন সকাল ৯টার দিকে ডাকের মধ্যমে অফিসের ঠিকানায় এ চিঠি পান তিনি।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।

তিনি বলেন, ইউএনও মহোদয় থানায় এসেছিলেন। জিডি করেছেন। তবে তদন্তের স্বার্থে জিডির ভাষ্য প্রকাশ করা যাচ্ছে না।

ওসি বলেন, অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি ওই চিঠির কারণে অনিরাপদবোধ করায় জিডি করেছেন তিনি। চিঠির ভাষা অত্যন্ত অশালীন, যা সভ্যরা উচ্চারণ করতে পারবেন না।

ওসি বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো অপরাধীই আইনের ঊর্ধ্বে নয়।

তবে যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।